সময়ের পার্থক্য

ভালোবাসায় কখনো চাওয়া - পাওয়া থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে অধিকার, এক জনের প্রতি আরেকজনের অধিকার। ভালোবাসায় কোন প্রতিশোধ থাকে না। মানুষ টা যার সাথে ভালো থাকতে চায় তাকে তার মতো ছেড়ে দেওয়া উচিত। চাপ দিয়ে একটা সম্পর্কে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায়না, ভালোবাসায় পরিণত করা যায় না। এটা তাহলে আর ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকেনা, এটা বাজারের নিলামে উঠানো ভালোবাসা হয়ে যায়।

যদি আপনার হাসিতে কেউ তিল পরিমাণও সুখ খুঁজে পায়, তাহলে হাজার কষ্টে থাকলেও আপনার অবশ্যই হাসা উচিত। এই পৃথিবীতে খুব কম মানুষ থাকে, যাদের হাসিতে অন্য কেউ ভাল থাকে। অন্য কারো প্রার্থনায় যারা বাস করে, নিঃসন্দেহে এই মানুষ গুলো অনেক ভাগ্যবান, অনেক বেশি ভাগ্যবান নিয়ে বাঁচে। অথচ এদের মধ্যেই অনেকে জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্যে দিনরাত ব্যতিব্যস্ত হয়ে থাকেন। একটা মানুষ আপনাকে একটু সুখী দেখবে বলে নিজের সবটুকুই সপে দিচ্ছে, আর আপনি জীবনের প্রতি বিমুখ হয়ে আছেন, তার প্রতি উদাসীনতা দেখাচ্ছেন ! দিন শেষে কিন্তু আপনি নিজেই নিজের মাঝে একা হচ্ছেন, নিজেকে ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছেন। যার জীবনের পুরোটাই আপনার অস্তিত্ব, আপনার অস্তিত্ব ঘিরেই তার সব কিছু। আর সেই তাকেই আপনি অবহেলায় দূরে সড়াছেন। হারাচ্ছেন কিন্তু আপনিই, ভালোবাসা থেকে হারাচ্ছেন, ভালোবাসার মানুষটিকে হারাচ্ছেন।

আপনি যদি কোন কিছু নিয়ে জীবনকে ধিক্কার দিয়ে জীবন থেকে মুখ ফিরিয়ে থাকেন, তাহলে বলতেই হয় আপনি জীবনের মানে টাই বুঝেন নি। জীবনটা খুব ছোট, এই ছোট্ট জীবনে জীবনকে খুব কাছ থেকে দেখতে হয়, জীবনকে অনুভব করতে হয়। আপনার কাছে যদি জীবন থেকে পালিয়ে যাওয়ার ১০ টি কারণ থাকে, তবে জীবনে রয়ে যাওয়ার, জীবনকে কাছ থেকে দেখার ১০০০ টি কারণ রয়েছে। আপনি সেই কারণ গুলোর মুখোমুখি হতে চাইছেন না বলেই খুঁজে পাচ্ছেন না।

যে মেয়েটা কিংবা ছেলেটা আপনাকে পাগলের মতো ভালোবেসে আর আপনি মুখ ফিরিয়ে আছেন দেখবেন এই মানুষটিকেই একদিন খুব বেশি দরকার আপনার। খুব দেরি করে হলেও একদিন আপনার মনে হবে সেই মানুষটির মাঝেই আপনার সুখ গুলো ছিল কিন্তু সেটা ঐ সময়টিতে বুঝতে পারেন নি বা বুঝতে চান নি। 

একটি সময় তার সব কিছুই খুব বেশি মিস করবেন। বড্ড মিস করবেন তার Care- গুলো। যেগুলো ভালোবাসায় মিশে ছিল, তিলেতিলে গড়ে তোলা তার মাঝে আপনার অস্তিত্ব। এখন যে বিষয় গুলো আপনার কাছে নেকামো, ডং মনে হচ্ছে একটি সময় এই বিষয় গুলোই আপনাকে কাঁদাবে, চুপ করিয়ে দিবে। আপনাকে ভাবতে বাধ্য করবে বিষয় গুলোতে কতো ভালোবাসা লুকিয়ে ছিল।  

ঘুম থেকে উঠেই তার কাছ থেকে পাওয়া "Good Morning" text-টি হয়তো এখন আপনার কাছে কোন মূল্যই বহন করে না, তেমন কিছু মনে হয় না। আপনি হয়তো জানেন না "Good Morning" is not just a text, it's a silent message remanding that he/she remember you when he or she wake up." একটু ভেবে দেখেছেন কি একটা মানুষের দিন শুরু হয় আপনার কথা ভেবে, আপনাকে wish-না করে যার দিন শুরু হয় না। আর আপনার কাছে এটার কোন Value-ই বহন করে না...!!! 

অসুস্থ হলে না চাইলেও ওষুধ খেতেই হয়, অনেকটা বাধ্য হয়েই খেতে হয়। কেউ বললেও খেতে হয়, না বললেও খেতে হয়। একটু ভেবে দেখেন তো আপনার অসুস্থতায় আপনার পরিবারের মানুষ ছাড়াও কেউ একজন অস্থির থাকে, কেউ একজন ঠিকি মনে করিয়ে দেয় আপনি ওষুধ খেয়েছেন কিনা। আপনার কাছে মনে হতেই পারে সে না বললেও তো আপনি ওষুধ এমনিতেও খেতেন। কিন্তু একটু অন্য ভাবে ভেবে দেখুন তো, আপনি ওষুধ খেতে যেন ভুলে না যান, আপনার সুস্থতা তার কাছে কতোটা জরুরী এটাই কিন্তু প্রকাশ পায় কিন্তু আপনি এই মুহূর্তে সেটা বুঝতে পারচ্ছেন না। সময় মতো Breakfast, Lunch, Dinner- করা বেশির ভাগ সময়ই করা সম্ভব হয়ে উঠে না। কিন্তু কেউ একজন ঠিকই মনে করিয়ে দিবে আপনাকে Lunch-এর কথা। হয়তো ব্যস্ততায় সে নিজেই Breakfast- করতে পারেনি কিন্তু আপনাকে বলতে সে ভুলে নি। আপনার মনে হতেই পারে সে না বললেও তো আপনি Lunch, Dinner- করবেন ই কিন্তু এটা হয়তো ভাবেন-ই না আপনার প্রতি সে কতোটা Caring- কতোটা যত্নশীল।

এই Caring-টাকে আজ আপনার নেকামো, আধিখ্যেতা, ডং, Immature-বলতেই পারেন, মনে হতেই পারে। জানেন তো ভালোবাসার মাঝে Maturity-চলে আসলে সেটা আর ভালোবাসা থাকে না, সাথে যোগ হয় স্বার্থ। তখন আর সেই ভালোবাসা নিঃ স্বার্থ থাকে না। ভালোবাসা মানেই পাগলামো, ভালোবাসা মানেই তার প্রতি যত্নশীল, ভালোবাসা মানেই তার মন বুঝতে পারা, ভালবাসার মানুষকে ভালো রাখা। এই বিষয় গুলো আপনার মনে দাগ কাটবে না। আপনার কাছে নেকামো মনে হবে। কিন্তু একটা সময় বড্ড মিস করবেন এই জিনিস গুলো, সাথে ঐ মানুষটিকেও। আজ যে গুলো নেকামো, ডং বলে অবহেলা করছেন, পাত্তা দিচ্ছেন না দেখবেন কোন রাতে জ্বরের ঘোরে সেই মানুষটিকেই পাশে চাচ্ছেন, তার সেই যত্ন মাখানো ভালোবাসা খুব মিস করচ্ছেন, প্রচণ্ড জ্বরে কপালে তার হাতের স্পর্শ-ই চাচ্ছেন । কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে, আপনার বুঝতে পারার মাঝে অনেক দিনের ফারাক।

গাছ মারা যাওয়ার পর গাছের মূল্য বুঝে লাভ নেই। ঐ সময় গাছ টিকে আর বাঁচানো যায় না। আমাদের ভুলটা এখানেই হয়। আমরা সবই বুঝি কিন্তু দিন শেষে; যখন সময় আমাদের হাতে থাকে না। জীবন থেকে খুব বেশি মূল্যবান সময় চলে যাওয়ার পর, জীবন থেকে সোনালী, ভালোলাগার, ভালোবাসার সময় গুলো হারিয়ে যাওয়ার পর। তখন শুধু আমরা আফসোস করি, সুখ হাতরে ফিরি। কিন্তু সুখ কিন্তু সেই আগেই অবহেলায় পায়ের নিচে পিষে ফেলেছেন। দিন শেষে আমরা সুখি হতে চাই, কিন্তু সুখ কে দূরে সরিয়ে দিয়ে। 

সুখি হতে হলে জীবনের প্রতি বিমুখ না হয়ে তাকে ভালোবাসতে জানতে হয়, ভালোবাসাকে যত্ন নিতে হয়। তবেই প্রতিটা নতুন ভোর একটি নতুন উপহার হয়ে আসে, সুখ বয়ে আনে জীবনে।