টাকা এবং ভালোবাসা দুটি বড় বিষয় যা প্রায়ই কথায় কথায় বিতর্কিত হয়। কিছু মানুষ মনে করেন যে টাকা বেশি গুরুত্বপূর্ণ কারণ টাকা ছাড়া তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে কষ্টকর হয়ে যাবে। অন্যদিকে, কিছু মানুষ মনে করে যে ভালোবাসা টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। 

এই লিখাটিতে আমি সর্বপরি বুঝানোর চেষ্টা করবো জীবনে আপনার কাছে কি গুরুত্বপূর্ণ। সেটা কি ভালোবাসা...? নাকি টাকা...?

প্রথমেই টাকার বিষয়টায় আসি। কেন টাকা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি খুবই বোকার মতো একটি প্রশ্ন। যারা মনে করেন যে, টাকা ভালোবাসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারা বিশ্বাস করে যে টাকা ছাড়া সে তার ভালবাসাকে নিজের কাছে ধরে রাখতে পারবে না। তারা ভাবেন টাকাই পারে এক মাত্র তাদের দু'জনকে এক সাথে ধরে রাখতে। সুখি পরিবার গড়তে তারা প্রথমেই ভাবেন সে টাকা ছাড়া বাড়ি, গাড়ি কিনতে পারবেন না। তারা মনে করেন সুখে থাকার জন্য বাড়ি, গাড়ি, থিয়েটারে সিনেমা দেখা, বিলাস-বহুল জীবন যাপন। টাকা ছাড়া মানুষ Comfortable-ভাবে জীবন যাপন করতে পারে না।

ভালোবাসা কি...? ভালোবাসা কি বেশি গুরুত্বপূর্ণ নয় যেখানে টাকা ভালোবাসা কিনতে পারে না? ভালোবাসা ছাড়া আপনি যা করেন তা অর্থহীন বলে মনে হবে আপনার। টাকা থাকার পরও দেখবেন ভালোবাসা ছাড়া আপনি ভিতরে খালি খালি অনুভব করবেন। সব কিছুই ঠিক আছে কিন্তু ভালোবাসা ছাড়া সব অসম্পূর্ণ মনে হবে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি আপনি অনেক ধনী এবং বিশ্বের সমস্ত টাকা আছে; এই টাকা উদযাপন করার জন্য হলেও কিন্তু আপনার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ দরকার হবে। এটাতেই কি প্রকাশ পায় না- টাকা নয় ভালোবাসাই বেশি প্রয়োজন সুখি হওয়ার জন্য? 

ভালোবাসা নাকি টাকা এই উত্তরটি সহজে খুঁজে বের করার জন্য আমি আর একটু গভীরে গিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করচ্ছি। আসলে কোনটি বেশি প্রভাবিত করে জীবনকে- "টাকা নাকি ভালোবাসা"।

জীবনে বেঁচে থাকার জন্য টাকা এবং ভালোবাসা উভয়ই গুরুত্বপূর্ণ। "ভালোবাসা এবং টাকা" জীবনে তাদের নিজস্ব কাজ রয়েছে এবং এই দুটিই আমাদের চলার সঙ্গি। একটু ভেবে দেখুন তো আপনি আপনার হাত নাকি পা'কে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? সম্ভবত, উভয় হাত এবং পা গুরুত্বপূর্ণ আপনার কাছে এবং আপনি স্পষ্টভাবে কোনটিকেই হারাতে চান না। একই ভাবে ভালোবাসা এবং টাকার জন্য বলা যেতে পারে। উভয় আমাদের জীবন সহজ করার জন্য তাদের নিজস্ব উপায়ে কাজ করে এবং গুরুত্বপূর্ণ। 

ভালোবাসা গুরুত্বপূর্ণ জীবনের জন্য। কিন্তু এই যুগে আপনি এক সেকেন্ডের জন্য চিন্তা করবেন না, শুধু ভালোবাসা নিয়ে জিরো টাকা নিয়ে ভালোবাসা টিকিয়ে রাখতে পারবেন।

টাকা জীবনের জন্য প্রয়োজন কিন্তু ভালোবাসা তার চেয়ে বেশি প্রয়োজন। ভালোবাসা থাকলে আপনি কম টাকাতেও সুখি হতে পারবেন, ভালোবাসা না থাকলে হাজার টাকা থাকলেও সুখি হতে পারবেন না। জীবনে সুখি হওয়ার জন্য টাকার চেয়ে ভালোবাসার বেশি প্রয়োজন। ভালোবাসা থাকলে ফুটপাতে দাঁড়িয়ে ৫ টাকা দিয়ে এক কাপ চা- তেও সুখ অনুভব হবে কিন্তু ভালোবাসা না থাকলে 5 Star-হোটেলে ১০০০ টাকা দিয়ে এক কাপ চা- খেয়েও অসুখি অনুভব করবেন। ভালোবাসা থাকলে ছোট্ট চিলে কুঠতেও সুখি ভাবে জীবন যাপন করতে পারবেন, কিন্তু ভালোবাসা না থাকলে Duplex-বাড়ি, Marsadiz-গাড়িতে ঘুড়েও সুখি হবেন না। 

সর্বশেষে একটি কথাই বলবো- টাকা ভালোবাসা কিনতে পারে না, সুখ কিনতে পারে না। কিন্তু ভালোবাসা সব জয় করতে পারে। সুখি হওয়ার জন্য ভালবাসাটিই বেশি প্রয়োজন।  

ভালোবাসতে ভয় পায় এমন মানুষ পৃথিবীতে আছে। কিন্তু আমার মতো ভালোবাসার কথা ভাবতেই ভয় পায় এমন মানুষ খুব বেশি নেই। হ্যা, আমি এমন একজন মানুষ যে ভালোবাসার কথা ভাবতেই হাজারো প্রশ্ন মাথায় এসে হাজির হয়। ভালোবাসা যদি এতই মধুর তাহলে কেন আমার এতো ভয় হয়। কেন ভাবতে পারি না কেউ একজন হাত ধরে সারা জীবন পাশে থাকেবে...?

আমি ভালোবাসতে ভয় পাই। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি ভুল মানুষকে ভালোবাসতে ভয় পাই। এই নিষ্ঠুর পৃথিবীতে সঠিক নাকি ভুল সেটা বুঝে উঠাটাই বড় দায়। আমার হৃদয় চাইলেও আমি ভালোবাসি না, ভালোবাসাতে পারি না, ভয়ে কুঁকড়ে যাই। প্রিয়জনকে হারানোর ভয়ে আমি ভালোবাসি না, ভালোবাসাতে ভয় হয়।

খুব কাছ থেকে দেখেছি বছরের পর বছর ভালোবেসে যাওয়ার পর হঠাৎ করে হারিয়ে যেতে। কিন্তু তারা দু'জন দু'জনকেই কথা দিয়েছিল পাশে থাকবে সারাজীবন। আমি কাঁদতে দেখেছি খুব কাছ থেকে, হারিয়ে যেতে দেখেছি তাদের স্বপ্ন গুলোকে। হারিয়ে যেতে দেখেছি হাসি মাখা মুখটা; যে মুখে সবসময় হাসি লেগেই থাকতো। হারিয়ে যেতে দেখেছি নতুন করে তাদের মাঝে স্বপ্ন দেখতে। আমি এই হারানোর ব্যথাকে ভয় পাই, খুব বেশি ভয়। আমি প্রিয়জনের জন্য রাত জেগে কান্না করাকে ভয় পাই। আমি ভালোবাসিনা কারণ আমি জীবন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আক্রান্ত, স্বপ্ন গুলোকে হারিয়ে ফেলার ভয়ে নিজেকে গুঁটিয়ে ফেলি। প্রেমিকার বুকভরা ছলনার কারণে অন্ধকার ভবিষ্যৎ এর ভয়ে আমি ভালোবাসিনা, ভয় হয় ভালবাসতে।

প্রিয়তমাকে হারিয়ে সারাজীবন মরে মরে বেঁচে থাকার ভয়ে ভালোবাসতে ভয় হয়। যে মানুষটিকে নিয়ে রাত জেগে স্বপ্ন বুনা হয়, সেই মানুষটি হারিয়ে যাওয়ার পর তাকে ঘিরে স্বপ্ন গুলো ভেবে রাতের ঘুম নষ্ট করার ভয়ে আমি ভালোবাসিনা। "যদি রাত জেগে প্রিয়তমার ছলনার কারণে অশ্রু ঝরাতে হয়" এই ভয়ে আমি ভালোবাসিনা।

আমি দেখেছি খুব কাছের বন্ধুকে প্রিয়তমাকে হারিয়ে কাঁদতে। আমি দেখেছি যুবককে শত শত ব্যথায় অশ্রু ঝরাতে। আমি দেখেছি যুবককে উন্নত জীবন ছেড়ে মাদকাসক্ত হতে। দেখেছি কলম ছেড়ে আঙুলের ফাকে সিগারেটকে শোভা পেতে। দেখেছি ভালোবাসি বলে হঠাৎ করে অন্য জনের হাত ধরে চলে যেতে, দেখেছি কাঁধে কাঁধ রেখে একই স্বপ্ন অন্য একজনকে দেখাতে; যে স্বপ্ন সে কিছু দিন আগেও আরেক জনকে দেখেয়েছিল। দেখেছি মিথ্যা আশ্বাস, মিথ্যা আবেগের ছলনা কতোটা গভীর হতে পারে। দেখেছি একটা ছেলের হাসি মুখটা কিভাবে মলিন হয়ে যায়, কিভাবে হারিয়ে যায় হাস্যজ্বল মুখ।

আমি ভয় পাই এসব কে, অনেক ভয় পাই। এসব ভয় আমাকে ভালোবাসতে দেয়না, ভালোবাসার কথা ভাবতে ভয় দেখায়। বারবার জানান দেয় "ভালোবাসবি না"। আমি সেই সকল ভালোবাসা এবং ভালোবাসার মানুষকে সন্মান জানাই মন থেকে যারা হাজার বিপদেও ভালোবাসা ধরে রেখেছে, ভালোবাসার মানুষকে নিজের করে রেখেছে।


MARI themes

Powered by Blogger.