সময় - অসময়ে মন

সঠিক সময়ে হোক আর ভুল সময়ে হোক, জীবনের কোন এক সময় আমরা ভালোবেসেই ফেলি। সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা কখনোই চলতে পারি না, মনের সাথে তো নয়-ই। যে মানুষটি ভালোবাসা থেকে হাজার মাইল দূরে থাকতে চায় সেও একটা সময় অনুভব করে তার জীবনে একজন মনের মানুষ দরকার, মনের কথা বুঝার মতো কেউ একজন দরকার। তবে ভুল সময়ে কারো জীবনে গিয়ে বা কাউকে জীবনে এনে ভালোবাসার অর্থ- আমরা বদলীয়ে দেই। একটা ছেলেকে জীবনে আনা যেমন সহজ কাজ নয়, ঠিক তেমনি একটা মেয়েকেও জীবনে জড়িয়ে ফেলা সহজ কাজ নয়। অনেক সময় অনেক হিসেব-নিকেশ করতে হয় যদি হোঁচট খেতে না চায়। 

কোন ছেলের প্রেমে যদি পড়তেই হয়, ভালোবাসতেই হয় তবে ছেলেটির জীবনের সবচেয়ে খারাপতম সময়েই তাকে ভালোবাসা উচিত একজন মেয়ের। জীবনের ভালো সময়ে সব ছেলেই থাকে নিজের দুনিয়ায় রাজা। রাজার প্রেমে তো জরিনা থেকে জারিন সবাই পড়তে চায়। জীবন যুদ্ধে দুর্দান্ত অসহায় সময়ে একজন ছেলের পাশে কেউ ই থাকতে চায় না। আর যে মেয়েটি এই জীবন যুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়, অসহায় পরাজিত ছেলেটির আশ্রয় হয় যে মেয়েটি; তার মতো সাহসী এবং সহিষ্ণু নারী হবার অনুভূতি সত্যিই অন্যরকম। সবাই এই সাহসিকতা দেখাতে পারে না। এই খারাপতম সময়ে একটা ছেলের হাত ধরার মতো, পাশে থাকার মতো, পাশে থেকে সাহস যোগানো খুব সহজ কাজ নয়। খুব কম সংখ্যক মেয়েই পারে এই কাজ করতে, হাতে গোনা ১% এরও কম। এই সময়ে যে মেয়েটি কোন ছেলের জীবনে পাশে থাকে সে আর যাই হোক ঐ মেয়েকে কখনোই ছেড়ে যেতে পারে না।

ভালোবাসার মেয়েটির মুখের ছোট্ট এক টুকরো হাসি দেখার জন্য যে পুরুষটি পুরো নীলক্ষেতের সমস্ত গল্পের বই কিনে চমকে দিতে পারে, শীতের ভোরে আলো ফোঁটার আগেই পুরো শহরের সমস্ত ফুল মেয়িটির বাসার দরজায় উপহার পাঠাতে পারে-- এ রকম রোমান্টিক, যত্নশীল মনের এবং প্রতিষ্ঠিত, পয়সাওআলা পুরুষকে তো সব মেয়ে-ই ভালোবাসতে পারে এবং ভালোবাসতে চায়ও। কিন্তু জীবন নামক যুদ্ধে যখন এই প্রতাপশালী এবং দুর্দান্তরকম ভালোবাসতে জানা পুরুষটিই জীবনের চরম খারাপ সময়ে এসে দাঁড়ায়, এতোটাই অসহায় সময় সামনে আসে যে সূর্যের আলোটুকুও তাকে হিসেব কষে দেখতে হয় , অক্সিজেন টানতে হলেও হিসেব কষতে হয় , বেঁচে থাকাই যেখানে বড় চ্যালেঞ্জ-- এ রকম সময়ে তার জীবনের সব থেকে প্রায়োরিটি পাওয়া মেয়েটি, ভালোবাসার মানুষটি কি করবে বলুন তো...?

এ রকম পরিস্থিতিতে সম্ভবত দুটো অপশন থাকে মেয়েটির সামনেঃ- 

এক--"We are Just Friend" বলে কেটে পরা। আর যাওয়ার সময় বলে যাওয়া "আরে আমি তো তোমাকে শুধু বন্ধু ভাবতাম এর বেশী কিছু না, আমরা ভালো Friend- হয়েই থাকি"- বলে ফেলা। বর্তমান ভার্চুয়াল যুগে সব থেকে সহজ অপশন হচ্ছে এটা।

দুই-- আমরা যারা 90s-এর তারা সম্ভবতঃ যা করবে তা হলো নিজেও সূর্যের আলো দেখা বন্ধ করে দিবে, সূর্যের আলোটাকে আলো ভাববে না। নিজেও হিসেব কষে অক্সিজেন টানবে। এমনকি নিজের ঘরে ভালো খাবার থাকলেও খাবে না কিংবা এসি থাকলেও তা আর অন করা হবে না, কিংবা নিজের গাড়ি থাকলেও গাড়ি Use- করবে না। পুরুষটির সমান কষ্টটুকু মেয়েটি নিজেও ফিল করতে চাইবে। যদিও এটা করা খুব সহজ কাজ নয়, এতোটা Risk, অনিশ্চয়তায় কোন মেয়েই হয়তো সাহস করে থাকবে না। থাকার কথাও নয়। 

যদিও বর্তমান ডিজিটাল যুগে এসব কাজকে পাগলামো বলা হলেও এসব পাগলামোতে মেয়েটি ভালোবাসা খুঁজে পেতে চাইবে, একটু বেঁচে থাকতে চাইবে। আর তার প্রতিবেলার নামাজের প্রার্থনা তে ভালোবাসার মানুষটির জন্য দোয়া চাইবে, তার পরিস্থিতির উন্নতির জন্য চাইতেই থাকবে স্রষ্টার কাছে।

খুবকরে ভালোবাসতে জানা এই পুরুষটি যখন অন্ধকাচ্ছন্ন সময় কে পেছনে ফেলে বেঁচে ফিরে আসবে কাঙ্খিত নারীটির কাছে তখন সারা জীবনের জন্য একজন পুরুষকে জয় করে তার কলিজা হয়ে যাবে মেয়েটি। কারণ, শুধু ভালো সময়ে নয়, জীবনের সব থেকে খারাপতম সময়ে নারীটি সব ধরনের অপশন থাকার পরেও ছেলেটিকে ছেড়ে চলে যায়নি। চাইলেই পারতো অনেক ভালো কোন অপশন বেছে নিতে। ভালোবাসাতে কোন অপশন নেই, ভালোবাসা Fixed-থাকে একজনের মাঝে, মনটা একজনের জন্য Fixed-  হয়ে যায়। 

অপরদিকে একজন অসহায়, বিপদে পড়া কোন মেয়েকে প্রোপোজ করার মাঝে কোন বিশেষত্বর কিছু নেই। অসহায়, দুঃসময়ে একজন মেয়ের পাশে দাঁড়ানোর মতো, মাথায় হাত বুলিয়ে দেওয়ার পুরুষের সংখ্যার অভাব নেই। শুধু আমাদের সমাজেই অগণিত না বরং পুরো পৃথিবী জুড়েই অসংখ্য।সুযোগ সন্ধানী তো সবাই হতে পারে। ক'জন পুরুষ পারে ভালো সময়ে, জীবন যুদ্ধে On fire- এ থাকা একজন যোদ্ধা নারীকে নিজের করে পাবার চেষ্টাটুকু করতে ? একজন তীক্ষ্ম অনুভূতি সম্পন্ন Sensible- প্রতিষ্ঠিত নারীকে জয় করে ক'জন পুরুষ পারে ভালোবেসে নিজের মাথা নতজানু করতে ? ক'জন পারে একজন মেয়ের হাজার অপশন থাকার পরেও তাকে নিজের করে পেতে, তার ভালোবাসাতে মেয়েটিকে জয় করতে...? সব পুরুষ পারে না। একটা মেয়ে খারাপ সময়ে সব চেয়ে বেশি ভুল করে, এই সময়ে তাকে কেউ একটু Support-দিলে, একটু পাশে থাকলে সে তাকেই আপন ভাবতে শুরু করে। আর এই সময়ে সুযোগ সন্ধানী অনেক ছেলের পাশে এসে ভীড় জমায়। কিন্তু ভালো সময়টিতে একটা মেয়েকে ভালোবেসে মন জয় করে কাছে পাওয়া যুদ্ধ জয় করার চেয়েও বেশি কষ্টকর। একটা মেয়েকে যদি ভালোবাসতেই হয় তাহলে মেয়েটি যখন "আসল আমি থাকে" "দুর্বল আমি না" তখন ভালোবেসে বুকে জড়াতে হয়।