আমাদের আশার ক্লান্ত দিনগুলো প্রতিনিয়ত আঁধারের সাথে মিশে যাচ্ছে। শেষ রাতে জীবন গুলো পরিবর্তনের জন্য নতুন আলোর অপেক্ষায় থাকি আমরা কিন্তু পৃথিবী ধীরে ধীরে জেগে ওঠে তবু আশা গুলো নতুন ভাবে জেগে উঠে না।সারাদিন একটা নিদিষ্ট মানুষের ম্যাসেজ বা ফোন কলের অপেক্ষায় থাকি আমরা। বিশ্বাস করুন ঐ একটা মানুষের ফোনকলের জন্য বিপরীত পাশের  আরেকজন বারবার মোবাইলের ডিস্পে অন-অফ করতে থাকে, বারবার চেক করতে থাকে ম্যাসেজ এর রিংটোন বেজে উঠা মাত্র। মানুষটা জানে তার ফোনে কোন টেক্সট বা কল আসবে না তবুও অপেক্ষা করতে থাকে।

অপেক্ষা শুদ্ধতম ভালোবাসার রুপ এই থিওরির ওপর নির্ভর করে শতশত মানুষ অপেক্ষা করে তার প্রিয় মানুষটার টেক্সটের, ফোন কলের অথচ প্রিয় মানুষ কখনই তা বোঝে না অথবা বুঝেও অবুঝের মতন থাকে। জীবনে সবচেয়ে মূল্য যাকে দেওয়া হয় সেই মানুষটা অবহেলা করবে এটাই চিরায়িত সত্য।

দিনের শুরুতে ঘুমের মধ্যেও যে মানুষটার জন্য অপেক্ষা করা হয়। মানুষটার কাছে আমি আপনি মূল্যায়িত হবেন এটা ভাবাও একরকম পাপ। সব মানুষই চায় তার প্রিয় মানুষের ফোন কলে তার ঘুম ভাঙ্গুক কিন্তু ভোরটা শুরু হয় অন্য ভাবে। মানুষটা জানে না তার একটা কথায়, মানুষটা জানে না তার একটু হাসিতে বিপরীত মানুষটার হৃদয় স্পন্দন থেমে যায়।

এক তরফা ভালোবাসা বা একরোখা অনুভূতি গুলো বড্ড ঘাড়ত্যড়া। কেন পৃথিবীতে কি ঐ মানুষটার রিপ্লেসমেন্ট নেই...? হবে না কখনই...।। কিন্তু না আমার যত অপেক্ষা ঐ মানুষটার জন্যই, তার রিপ্লেসমেন্ট শুধু সে নিজেই। শতবার অবহেলা করলেও নিজেকে ছোট করে হলেও মানুষটার সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকতে হয় নিলজ্জের মতন। তার অপ্রিয় একজন মানুষ হয়েও নিজের মনের কুঠরে তার স্থান সবার উপরেই থেকে যায়। তাকে ঘিরে ছোট ছোট ইচ্ছে গুলো দিন শেষে অপূর্ণতার খাতায় লিখা হয়। 

নির্ঘুম প্রতিটি রাতে মানুষটার জন্য অপেক্ষা করতে করতে আজ বড্ড ক্লান্ত। তবুও অপেক্ষার শেষ হয় না, মানুষটা হয়তো একটা সময় সব বুঝবে। তাকে ঘিরে স্বপ্ন গুলো, ছোট ছোট ইচ্ছে গুলো। আমার আমিকে এই অনাকাঙ্ক্ষিত বিশ্বাসের ওপর ভর করে অপেক্ষার পালা শেষ হয় না আর।

মানুষটা খুব সুন্দর গল্প বলে আমি বিমুগ্ধ হয়ে শুনতে থাকি তার গল্পে আমাকে কোথাও রেখেছে কি না। আমি নিজেকে খুজতে থাকি, নিরাশ হয়ে যাই মানুষটার জীবনে যেমনটা আমি নেই তার গল্পেও আমার অস্তিত্ব নেই। তার চোখে নিজেকে বারবার খুঁজতে গিয়ে নিজে হারিয়ে যাই কিন্তু তার চোখে নিজেকে খুজে পাই না। তার অসতীত্বে নিজেকে খুঁজে পাই না। 

মানুষটা আমাকে নিয়ে একটুও হয়তো ভাবে না। আর দশটা মানুষের মতন আমিও তার কাছে শ্রেফ একটা মানুষ, রক্তে মাংসে গড়া একটা মানুষ। অন্য সবার মতন অবহেলা আমার জন্য বরাদ্দ থাকে তবুও আমি অপেক্ষা করি। শুধু ঐ মানুষটির জন্যই অপেক্ষায় থাকি। জানি মানুষটা আমাকে চায় না  তার কোন স্বপ্নে, তবুও আমি তার জন্য অপেক্ষা করি অথচ যে মানুষটা আমাকে সবার অগোচরে প্রচন্ড ভালোবাসে আমার ছোট্ট একটা ম্যাসেজের অপেক্ষা করে আমি তাকে নিয়ে স্বপ্ন দেখি না।

প্রচন্ড রকমের স্বার্থপর আমি। যে মানুষটাকে আমার চাই তাই তার অবহেলাকে অবহেলা মনে হয় না কিন্তু যে মানুষটা আমাকে চায় সেও তো অপেক্ষা করে আমার। সমীকরণের সূত্রে একটি কথায় আসে মানুষটা আমাকে অবহেলা করে তার বিপরীতে আমিও মানুষটাকে অবহেলা করি অথচ এই অবহেলা নিয়েই আমার অভিযোগের শেষ নেই, কখনও শেষ হবেও না।


MARI themes

Powered by Blogger.