বলছি না ভালোবাসতেই হবে...
আমি বলছি না ভালোবাসতেই হবে,
শুধু আমায় একটু মানসিক শান্তি দিলেই হবে!
যখন আমি তুচ্ছ বিষয়ে খুব রাগ করি,
সান্তনার পাহাড়ে ঘর ভরাতে হবে না তোমাকে!
শুধু যেন অনায়াসে জড়িয়ে ধরতে পারি তোমাকে খুব কষে!
আমি বলছি না ভালোবাসতেই হবে,
শুধু আমায় একটু সময় উপহার দিলেই হবে!
অফিসে যখন কাজের চাপে আমার নাস্তানাবুদ অবস্থা,
ফোনের লক স্ক্রিনে তোমার কয়েকটা মিস কল!
তখন শুধু একটি টেক্সটই যথেষ্ট, " মিস করছি? "
আমি বলছি না ভালোবাসতেই হবে,
বলছি না কারণে-অকারণে আমায় মনে করার কথা!
আমার যখন খুব দুঃখে মন ভেঙে যায়,
বন্ধু বিচ্ছেদ কিংবা মনের ঘরে ভীষণ যুদ্ধ চলে,
তখন না হয় তোমার কাঁধটা ভিজুক আমার চোখের জলে!
আমি বলছি না ভালোবাসতেই হবে,
বলছি না রোজ আমার সাথে ঘুরতে যেতে হবে!
বিকেলবেলায় আমি যখন ছাদে, সূর্য অস্তাচলে, হাতটি ধরে হাটবো দুজনায়,
ভেসে যাবো মধুর প্রেমালাপে,
তখন না হয় সাজিয়ো তোমর খোঁপা বাগান ভরা লাল গোলাপে!
আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমি যখন প্রবল জ্বরে, ঘুম আসেনা পোড়া চোখে,
এলোমেলো হয়ে যায় সবকিছু মনের শূন্য ঘরে,
তখন না হয় চুপটি মেরে বসে থেকো মাথার পাশে !
আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমার সব আবদারের ঝুলি তোমাকেই পূরণ করতে হবে!
সমস্ত পৃথিবী যখন একদিকে, মিথ্যা দোষারোপ এ ব্যস্ত সবাই,
আমার খুশি হাসি আনন্দ চঞ্চলতা সব যখন পতনের মূলে!