জানি,পৃথিবীর সব কোলাহল ছেড়ে-
একদিন চলেই যাবো দূর বহুদূরে,
ফিরে আর আসা হবে না,
প্রাণ খুলে আর হাসা হবে না,
নিঃশেষ হয়ে যাবে এই অস্তিত্ব চিরতরে।
একদিন চলেই যাবো সবকিছু ছেড়ে।
কেউ যাবে না আমার সাথে-
আমি একাই চলে যাবো একদিন,
তুমি সমস্ত পৃথিবী জুড়েও খুঁজে পাবে না,
হয়তো ভুলে যাবে কয়েক মিনিট বা কিছু দিন পর।
আমি রেখে যাবো কিছু স্মৃতি তোমার জন্য-
ভাবতে পারো আমার অসমাপ্ত ভালোবাসা এটা,
আমি থাকবো না তবুও-
আমার স্পর্শ টুকু অনুভব করে নিও ,
জানি না সেদিনও কি আমার এই ভালোবাসা টুকু-
অবহেলিত থাকবে তোমার কাছে ...!!??
জানি, সেদিন আমায় কেউ রাখবে না মনে-
ভুলে যাবে আমার কথা খুব গোপণে।
দূর হতে দেখবো সেদিন অলক্ষ্যে দাঁড়িয়ে
বর্ণিল স্মৃতি গুলো গেছে অতীতে হারিয়ে।
ব্যস্তময় নির্মম বাস্তবতার ভীড়ে
জানি, হারিয়ে যাবো আমি চিরতরে।
হয়তো, থাকবো না সেদিন প্রিয় কোন বন্ধুদের আড্ডায়
কিংবা স্বজনদের পারিবারিক আলাপচারিতায়,
বা তোমার আনমনে ভাবনায়-
হয়তো, আমার ছবি দেয়ালের কোণে পাবে শোভা,
বছর পার হতেই বড়জোর একটা স্মরণ সভা।
তারপর, আমি আর নেই তোমাদের ভীড়ে
হারিয়ে যাবো মন থেকে চিরতরে।
অধরা স্বপ্নটা বুকে নিয়েই-
আমি হারিয়ে যাবো চিরতরে...।।
বাহ
ReplyDeleteসুন্দর 🖤
ReplyDeleteদারুন
ReplyDeleteলেখকের নাম কি ? আমি আবৃত্তি করবো কবিতাটি
ReplyDelete